দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁয়ে মেঘনা সেতুর ঢালে দুই ট্রাকের মাঝে পরে এক ট্রাক চালক নিহত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাকচালকের নাম, মো. নজরুল ইসলাম (৪০)। সে বগুড়া জেলার ধুপচাঁচিয়া থানার ছাতিয়াগাড়ি গ্রামে নাছির উদ্দিনের ছেলে।
ট্রাকের হেলপার মো. বুলবুল আহমেদ জানান, সোনারগাঁয়ের মেঘনা ব্রিজের ঢালে আমাদের ট্রাক সাইডে দাড়ানো ছিল। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাচ্ছিলেন নজরুল ইসলাম। এসময় দুই ট্রাক রেষারেষি করে যাওয়ার সময় উভয় ট্রাকের মাঝখানে পড়ে গুরুতর আহত হন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।