দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে বর্তমান সরকারের প্রধান কটুক্তি করায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের নেতাকর্মীদের উপর নগ্ন হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বিক্ষোভ মিছিল নিয়ে যোগদান করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ( ২৬ মে) দুপুর ২ টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার নির্দেশে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে নেতা ও কর্মীরা মিছিল নিয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।
এদিকে বিএনপির সমাবেশ সফল করার উদ্দেশ্যে দুপুর থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।
পরে মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিএনপির প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।
যোগদান পুর্বক নেতাকর্মীরা খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও আওয়ামী সন্ত্রাসী, নৈরাজ্যর প্রতিবাদে শ্লোগন দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের দলের সিনিঃ সহ-সভাপতি ফারুক চৌধুরী, ওপেল আহমেদ, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ রাজু, প্রচার সম্পাদক দুলাল হোসেন,সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার,
সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাত চৌধুরী, সদস্য সচিব জাকির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম সহ সৈকত, নাছির, শিপলু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরীফ,
শাহ আলম, মাসুদ রানা রনি, জুয়ের, সাইদুল, জুয়েল, শাওন, আরিফ দেওয়ান, আসিফ, তালেব, মিরাজ, সোয়াদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।