দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুর ১ টায় নগরীর মিশন পাড়ায় ১২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া ও রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেন, ফকরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান, যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি,
১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সায়েম কবীর, মানিক বেপারী, খোকন, ফজলুল হক শিকদার সহ অন্যন্য নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন।