দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
বুধবার (৪ মে)বাদ আছর সিদ্ধিরগঞ্জস্থ ধনকুন্ড এলাকায় মহানগর যুবদলের নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান।
এ সময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শহিদুল ইসলাম, আরমান, কালু, সদর থানা যুবদল নেতা নুর এলাহি সোহাগ, সাইফুল ইসলাম আপন, বন্দর থানা যুবদল নেতা শাহাউল্লাহ মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।