ফতুল্লা প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে আটক নামধারী যুবলীগ সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান (৩৫)কে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বুুধবার (২৫ মে) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে ফতুল্লার মাসদাইর এলাকার সৈয়দ আহম্মদের পুত্র আলামিন (৩৫) বাদী হয়ে মিজান ওরফে পিচ্চি মিজানসহ ৪জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলায় আসামী করা হয়েছে ফতুল্লা থানার মাসদাইর পাকাপুল এলাকা আফজাল হোসেনের পুত্র মিজান ওরফে পিচ্চি মিজান, একই এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র ও সাবেক মহিলা মেম্বার রোজিনার পুত্র রায়হান (৩৫), মোক্তার হোসেনের পুত্র রানা (৩৫) ও টাগাড়পাড় এলাকার সাইফুল (২৮)।
মামলায় উল্লেখ্য করা হয়, মঙ্গলবার (২৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে গ্রেফতারকৃত মিজান ওরফে পিচ্চি মিজানসহ অপর আসামীরা দেশীয় তৈরী ধারালো অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে মাসদাইর কবর স্থান এলাকায় অপরাধ করার উদ্দেশ্যে মহড়া দিচ্ছিলো। স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় স্থানীয় এলাকাবাসী মিজান ওরফ পিচ্চি মিজান কে দেশীয় তৈরি তিনটি রামদা,একটি ছুরি ও একটি সুইচ গিয়ার সহ আটক করে পুলিশে সোপর্দ করে।
অপরদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, মিজান ওরফে পিচ্চি মিজান যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফতুল্লা মডেল থানায় মিজান ওরফে পিচ্চি মিজানের বিরুদ্ধে ১২ থেকে ১৩ টি মামলা রয়েছে। মামলা নাম্বার হচ্ছে, ফতুল্লা মডেল থানায় এফআইআর নম্বর ১৩, তারিখ ৫ এপ্রিল ২০১৬, ফতুল্লা থানার এফ আই আর নাম্বার ৪৭, তারিখ ১৬ অক্টোবর ২০১১,ফতুল্লা মডেল থানায় এফআইআর নাম্বার ৪১, তারিখ ১৯ মে ২০১৩, ফতুল্লা মডেল থানায় এফআইআর নাম্বার ৫,
তারিখ ২ এপ্রিল ২০১৩, নারায়ণগঞ্জ সদর মডেল থানার এফআইআর নং ৩৮, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০০৫, ফতুল্লা মডেল থানার এফআইআর নাম্বার ১১০, তারিখ ২৯শে মে ২০১৮, ফতুল্লা মডেল থানার এফআইআর নাম্বার ২৮, তারিখ ১৩ এপ্রিল ২০১৩, ফতুল্লা মডেল থানার এফআইআর নাম্বার ৫৬, তারিখ ২৪শে মার্চ ২০২১, সিদ্ধিরগঞ্জ মডেল থানায় এফআইআর নাম্বার ৩৮, তারিখ ২৩শে নভেম্বর ২০২১ উল্লেখযোগ্য।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানায়, গ্রেফতারকৃত পিচ্চি মিজানকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকী আসামীদের কে ও গ্রেফতার অভিযান অব্যহাত রয়েছে বলে তিনি জানান।