বন্দর প্রতিনিধি:
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে বিদেশী পিস্তলসহ অস্ত্রধারী ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি। ১৩ মে শুক্রবার রাতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ একরামপুর এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
গ্রেপ্তারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীরা হলো বন্দর রেল লাইন ১নং ওয়ার্ড এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭) নয়নগর এলাকারমৃত নুরুল হক মিয়ার ছেলে মাসুদ (৩৭) ও কল্যান্দী এলাকার নিয়ামত আলী মিয়ার ছেলে শেখ সোহান (২৪)।
এ ব্যাপারে র্যাব-১১ ডিএডি সুবেদার মোঃ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ সন্ত্রাসী বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে।। যার মামলা নং- ২১ (৫)২২ তাং- ১৪(৫)২২।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালকস্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম গতকাল এক প্রেস বিজ্ঞপ্তি’তে জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, অপরাধদমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তাছাড়া যে কোনচাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারের জন্য র্যাব ছায়াতদন্ত করে আসছে। এর ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটিআভিযানিক দল গত ১৩ মে রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় টহলচলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজশে গুরুতর ধর্তব্য অপরাধ করার জন্য নারায়ণঞ্জ জেলার বন্দর থানাধীন একরামপুর এলাকায় অবস্থান করছে।
এরূপ তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় র্যাবের টহলদল উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকরলে সংগীয় ফোর্সের সহায়তায় ১টি বিদেশী পিস্তল সহ ৩ সন্ত্র প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি , চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে।
এছাড়াও তারা বিভিন্ন সময়ে এই পিস্তল ভাড়া হিসেবেও প্রদান করে থাকে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।