দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা সহ মহানগর যুবদলের সাবেক সভাপতি, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলমখন্দকার খোরশেদকে পৃথক দুই মামলায় কারাগরে প্রেরণ করেছে আদালত।
বুধবার (১৫ জুন) জেলা ও দায়রা জজ মশিউর রহমানের আদালতে বন্দর থানার একটি মামলায় আবুল কাউছার আশাকে কারাগারে পাঠান। অপরদিকে নারী ও শিশু নির্যাতন আদালতে আরেকটি মামলায় খোরশেদকে কারাগারে প্রেরণ করা হয়। তারা দুজনই দুটি পৃথক মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
কোর্ট ইন্সেপেক্টর আসাদুজ্জামান বলেন, দুজন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
এ সময় তাদের পক্ষে আদালতে উপস্থিত হন নাসিক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, আফসানা আফরোজ বিভা শওয়ন অঙ্কন, কামরুল হাসান মুন্না, আব্দুল করিম বাবু, মনিরুজ্জামান মনির, অসিত বরণ বিশ্বাস, মো. শাহীন মিয়া, সুলতান আহম্মেদ ভুইয়া, আনোয়ার ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলেরনেতা ও কর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দরা দুই কাউন্সিলরের মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন আদালত চত্ত্বরে।