দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বৃষ্টি উপেক্ষা করে গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল সোয়া ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এই বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখেন,মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু,
মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, রানা মুজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, মহানগর ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলামিন প্রধান, মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক।
এ সময়ে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, এই প্রাকৃতিক দুর্যোগের সময়ও জনগনের অধিকার আদায়ের জন্য বিএনপির নেতা কর্মীরা ঘরে বসে নাই। আপনারা জানেন এই সরকার অবৈধ বিদেশে টাকা পাচার করার সরকার। ২৫ জুন পদ্মা সেতুর উদ্ভোধন করা হবে, এই সেতু ১০ হাজার কোটি টাকায় নির্মাণ করা যেতো।
সেখানে ৩২ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বাকি ২২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে অবৈধ সরকার। তাই আসুন এই সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে গণ আন্দোলন গড়ে তুলি। শেখ হাসিনার বিকল্প জনতার সরকার, ইভিএম এর বিকল্প ব্যালট পেপার। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলি।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়াজী, নজরুল ইসলাম সরদার, মাহমুদুর রহমান মাসুম, মানিক বেপারী, তাওলাদ হোসেন, মহানগর যুবদল নেতা জুলহাস, আলামিন খান, মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য সচিব আলী আজগর, মহানগর হর্কাস শ্রমিক দলের সভাপতি সাজাহান, জামাই মনির, লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।