শহর প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।
শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় বিবি রোডস্থ ডিআইটি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু।
এসময় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু বলেন, আজকে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যখন প্রধানমন্ত্রীর নেয়া মেগা প্রকল্প গুলো দৃশ্যমান হচ্ছে ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী প্রদান করা হয়। আমরা এর তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করেছেন। আর মাত্র কয়েকদিন পরেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অথচ এখন তারা বলছে, পদ্মা সেতু তৈরিতে নাকি দূর্নীতি হয়েছে। মহানগর যুবলীগ অন্যায় আর দূর্নীতির বিরুদ্ধে সবসময় রাজপথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন, ১৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক, ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৭নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, রফিকুল্লাহ বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ।