বন্দর প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পদ্মা সেতু শুভ উদ্ধোধন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে বন্দর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আনন্দ র্যালীতে বিশাল নেতাকর্মী নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদসহ যুবলীগ নেতৃবৃন্দ।
গত ২৫ জুন শনিবার বিকেল ৪টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় বিশাল নেতাকর্মী নিয়ে ওই আনন্দ র্যালীতে যোগদেন তারা। জেলা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে জেলা ও বন্দর থানা যুবলীগ নেতৃবৃন্দ ঢাক ঢোল ও বাদযন্ত্র নিয়ে বন্দর উপজেলার ধামগড় ও মদনপুর ইউনিয়নের বেশ কিছু গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে নবীগঞ্জ কবিলেরমোড়ে এসে আনন্দ র্যালীটি সমাপ্ত করা হয়।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদের নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির মৃধা, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম.এ সালাম, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, বন্দর আমিন আবইসক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মাসুম আহাম্মেদ, ডালিম হায়দার,
শেখ মমিন, আরিফুল ইসলাম হিরা, হোসেন প্রধান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতা রাজু আহাম্মেদ, আকিব হোসেন রাজুসহ বন্দর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বন্দর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আনন্দ র্যালী সফল করার জন্য জেলা যুবলীগ নেতা খান মাসুদ সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে।