বন্দর প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ২০ কেঁজী গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা উদ্ধারসহ মাদক বহনকৃত ট্রাকটি জব্দ করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব-১৪ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো সুধূর ঠাকুরগাও জেলার পীরগঞ্জ থানার ৮নং দৌলতপুর এলাকার মাজেদ শেখের ছেলে মাদক কারবারি ও ট্রাক চালক রবিউল শেখ (৩৬) ও একই এলাকার নগেন্দ্র নাথ রায় টুনি ছেলে অপর মাদক কারবারি কৃষœ দেব (২৭)।
গত ২৬ জুন রোববার বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডস্থ নিউ লাকি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে র্যাব-১১ ভৈরব ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে এ মামলা রুজু করেন।
তথ্য সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রোববার ৬টায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের নায়েব সুবেদার মোয়াজ্জেম হোসেনসহ সঙ্গীয় ফোর্স নারায়ণগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য রওনা হয়। ওই সময় র্যাব-১৪ বন্দর থানা এলাকায় অবস্থান কালে একই তারিখ ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় কতিপয় মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার সিমান্তবর্তী এলাকা হইতে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে খুলনা মেট্রো ড ১১- ০২৫২ নাম্বারে একটি ট্রাকযোগে ঢাকা উদ্দেশ্যে যাচ্ছে।
এমন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১৪ বৈরব ক্যাম্পের টিম বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডের সামনে অবস্থান করে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী বিভিন্ন ট্রাক তল্লাশী শুরু করে। ওই সময় র্যাব-১৪ ট্রাকে রক্ষিত ২০ কেজী গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকাসহ মাদক কারবারি ট্রাক চালক রবিউল শেখ ও হেলপার কৃষœ দেবকে গ্রেপ্তার করে ওই দিন বিকেলে বন্দর থানায় সোর্পদ করে। পরে পুলিশ গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে ২৭ জুন সোমবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।