শহর প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জ জেলা ও মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ দোয়া ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শনিবার (৪ই জুন) বাদ জোহর নগরীর চাষাঢ়ায় জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাত মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি শহীদুল ইসলাম রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ও জেলা শাখার শহীদ জিয়া স্মৃতি সংসদের উপদেষ্ট ফখরুল ইসলাম মজনু।
বিশেষ অতিথি ছিলেন, নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি দুলাল মল্লিক। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক নুর আলম সিকদার, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ভূঁইয়া, রিয়াদ খান মিঠু,
আদিল, পনির চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাদিম খান , নাসিক ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাচ্চু সহ প্রমুখ।