দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম:নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক সাহেদকে উদ্দেশ্য করে আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক অকথ্য ভাষায় গালি ও ফাঁকা গুলি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর যুবদল।
বৃহস্পতিবার (৯ জুন) এক বিবৃতিত্বে মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিত্বে তারা আরও উল্লেখ্য করেন, অবৈধ সরকার দেশের মানুষের কাছ থেকে দিন দিন আস্থা হারিয়ে ফেলায় তাদের সন্ত্রাসী বাহিনীদের ব্যবহার করে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের উপর অর্তকিত নগ্ন হামলা চালাচ্ছে।
কারন দেশের মানুষের অধিকার আদায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে ছাত্র নামধারী ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের এহেন পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।