1. [email protected] : adeleallman4077 :
  2. [email protected] : The Bangla Express : The Bangla Express
  3. [email protected] : chaslegge226479 :
  4. [email protected] : christelgalarza :
  5. [email protected] : declanraine :
  6. [email protected] : ericblackwood3 :
  7. [email protected] : ernestorandolph :
  8. [email protected] : faustochauvel0 :
  9. [email protected] : gabrielewyselask :
  10. [email protected] : giuseppechambers :
  11. [email protected] : Jahiduz zaman shahajada :
  12. [email protected] : justinstella26 :
  13. [email protected] : lillieharpur533 :
  14. [email protected] : mattjeffery331 :
  15. [email protected] : minniewalkley36 :
  16. [email protected] : mmqdarnell :
  17. [email protected] : sheliawaechter2 :
  18. [email protected] : sherrillbaskin :
  19. [email protected] : Skriaz30 :
  20. [email protected] : Skriaz30 :
  21. [email protected] : social70a97b1c :
  22. [email protected] : social84c97032 :
  23. [email protected] : user_3042ee :
  24. [email protected] : The Bangla Express : The Bangla Express
  25. [email protected] : willierounds :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

৫ লক্ষ টাকার পকেট কমিটি মানতে নারাজ তৃণমূল শ্রমিক দল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৯৬ Time View
bbb

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের কেন্দ্রীয় ঘোষিত দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করার পর থেকে নানা সমালোচনার জন্ম দিয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। গুঞ্জন উঠেছে মাত্র দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আনতে গুনতে হয়েছে ৫ লক্ষ টাকা। যার ফলশ্রুতিতে অভিযোগ উঠেছে লাভ লসের হিসেব মিলাতেই পদ পদবির বানিজ্যে মেতে উঠেছে আংশিক কমিটির আহবায়ক ও সদস্য সচিব।

এই সকল নানা অভিযোগের পর এবার তৃণমূল শ্রমিক দলের নামে নগরীর বিভিন্ন স্থানে দেয়ালে পোষ্টার সাঁটিয়ে দুই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। আর সেই অভিযোগ থেকে বাদ পরেনি কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।

তৃণমূল শ্রমিকদলের নামে পোষ্টারে দেয়া হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর কথিত আনোয়ার নাছিমের পকেট কমিটি মানিনা মানব না। ধান্দাবাজ, তেলচোরদের কমিটি।

এদিকে, মহানগর শ্রমিকদলের আহবায়ক এস এম তেলচোর আসলামকে আর ধান্দাবাজ উল্লেখ করা হয়েছে সদস্য সচিব ফারুক হোসেনকে।

এছাড়াও বঞ্চিত, শোষিত, নিপীরিত, শ্রমিকের কমিটিতে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান করা হয়েছে।

এদিকে শ্রমিক দলের নেতাদের কাছ থেকে বর্তমান কমিটির বিষয় উঠে এসছে নানা অভিযোগ। তাদের মতে, যোগ্যদের পাশকাটিয়ে অযোগ্য ও ঘরকুণে নেতাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে এবারের কমিটিতে।

আওয়ামী ঘরোনার অসাংগঠনিক ও অযোগ্য লোকদের হাতে মহানগর শ্রমিক দলের কমিটির দায়িত্ব প্রদান করা হয়েছে। যেটা আমরা কখনই মেনে নিতে পারবো না। কারন আমরা মহানগর বিএনপির নেতৃত্বে ৫টি বছর রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম।

আমাদের বাদ দিয়ে যারা না জানিয়ে এস এম আসলাম ও ফারুক হোসেনকে কমিটিতে দায়িত্ব প্রদান করা হয়েছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য। তারা এই ৫ বছর দলীয় কর্মসূচিসহ আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলো না। আমরা রাজপথে থেকে মামলা ও হামলার শিকার হয়েছি।

তারা আরও বলেন, মহানগর শ্রমিকদলে এস এম আসলামকে আহবায়ক করা হয়েছে। সে শ্রমিকলীগের অনুমোদিত ট্যাংক লড়ি ড্রাইভার ইউনিয়নের সদস্য। তার ভাই বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি, আরেক ভাই  শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের জেলার সভাপতি।

এছাড়াও  আসলামের নিজের কোন বেধ কর্মনেই তার ভাইদের সহযোগীতায়  সিদ্ধিরগঞ্জ যমুনা ডিপোর তৈল চুরির ব্যবসা করে। সে ২০১১ সালে আবুল খায়ের খাজার মাধ্যমে অবৈধ ভাবে শ্রমিক দলে প্রবেশ করেছে।

এছাড়াও গত সাত বছর আহবায়ক থাকার পর সে মহানগর শ্রমিক দলের পুর্নাঙ্গ কমিটি দিতে পারেনি। তাকেই আবার কেন মহানগর শ্রমিক দলের আহবায়ক করা হলো সেটা আমাদের সকলেরই জানার অধিকার আছে।

অপরদিকে সদস্য সচিব ফারুক হোসেন সে একজন ড্রাইভার যদিও বর্তমান এই পেশার সাথে জড়িত না। জাতীয়তাবাদী শ্রমিক দলের অনুমোদিত কোন সংগঠনের সাথে তার কোন সর্ম্পর্ক নেই। ক্ষমতাশীন দলের নেতাদের সাথে আতাঁত করে বাসষ্ট্যান্ডে অবৈধ জুয়ার বোর্ড পরিচালনা কমিটির অন্যতম সদস্য।

সে শ্রমিক দলের ২০১৫ সালে আবুল খায়ের খাজার মাধ্যমে নিজে সভাপতি হয়ে এক বিদ্রোহী মহানগর শ্রমিকদলের কমিটি আনেন।  দীর্ঘদিন কেন্দ্রীয় বিএনপি ও শ্রমিক দলের নামে মামলা ও হামলা চালিয়ে দলের অনেক ক্ষতি করেছে।

এই ধরনের অবৈধ নেতাদের সাথে শ্রমিকদলের কোন সম্পর্ক থাকতে পারে না। আমরা মহানগর শ্রমিক দলের নেতা ও কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে আইনবিরোধী কর্মকান্ডে জড়িত লোকদের নেতৃত্বে কখনই রাজনীতি করবো না।

তাছাড়া সে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের রেজিষ্টাশন আওয়ামী লীগের নেতাদের কাছে বিক্রি করে দিয়েছে। তার মত বেঈমানের সাথে মহানগর শ্রমিক দলের নেতারা কখনই রাজনীতি করবে না।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL