দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও তার সহধর্মীনীর সুস্থ্যতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।
শুক্রবার (২৯ জুলাই) এক বিবৃতির মাধ্যমে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও তার সহধর্মীনী গুরুত্বর অসুস্থ হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপনারা সবাই দোয়া করবেন তারা যেন দ্রুত সুস্থ্য হয়ে আবারো আপনাদের সেবায় নিয়োজিত হতে পারে। তাদের দ’ুজনারই শারিরীক অবস্থা ভাল না চিকিৎসা চলেছে। আপনারা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তারা যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
এদিকে, শুক্রবার বাদ জুম্মা মহানগর বিএনপির আওতাধীন অনেক মসজিদে কালাম দম্পতির সুস্থ্যতার জন্য দোয়া করেন দলীয় নেতাকর্মীরা।