দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান।
শনিবার ( ৩০ জুলাই) দুপুর ২টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধানের নেতৃত্বে মহানগর যুবদলের নেতৃবৃন্দরা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।
বিক্ষোভ সমাবেশে যোগদান পুর্বে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময়ে যুবদল নেতাকর্মীরা সরকার বিরোধী শ্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে যোগদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাগর প্রধান বলেন, অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে গুম, খুন, মামলা, হামলা করে ক্ষান্ত হয়নি। মানুষের ভোটাধিকার হরন করে নিয়েছে। দেশে এখন লুটের রাজনীতি চলছে। তাই তো দেশে বর্তমান বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার কারনে জনগণ এর ভোগান্তিতে পরেছে। অচিরেই দেশের মাটিতে এই অন্যায়ের বিচার হবে। বুকের তাজা রক্তের বিনিময়ে গড়া বাংলাদেশ। এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য প্রয়োজনে আবারো একটি যুদ্ধ হবে। কিন্তু সরকারের আর কোন অবৈধ কর্মকান্ড মেনে নিবোনা।
এসময়ে আরও উপস্থিত ছিলো মহানগর যুবদল নেতা তরিকুল ইসলাম, মঞ্জুরুল আলম মুসা, মোঃ তৌয়ম মাহবুব হোসেন, পরশ মাহমুদ, রিক্সন, জাকির হোসেন, ওয়াসিম মিয়া, মিঠু আহম্মেদ, দুলাল হোসেন, মোহাম্মদ রাসেল প্রধান, মোহাম্মদ মাসুম, সানি,মিলন, সাজ্জাদ হোসেন, রুবেল, রিফাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।