দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ র্যাব ১১ বন্দরে অভিযান চালিয়ে দুইটি চোরাইকৃত অটো রিক্সা ও চোরাইমাল বিক্রির নগদ ১২ হাজার টাকা উদ্ধারসহ ২ অটো চোরকে গ্রেপ্তার করেছে।
গত ২৯ জুন রাত ১১ টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জস্থ বন্দর কবরস্থান মসজিদ রোডের ফয়সালের অটো গ্যারেজ থেকে চোরাইকৃত গাড়ী দুইটি উদ্ধার সহ ওই দুই চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ইস্পাহানী বাজার এলাকার আহাদ মিয়ার ছেলে অটোরিক্সা চোর ফিরোজ (৪১) ও নবীগঞ্জ এলাকার মৃত আবু সাঈদ মিয়ার ছেলে ফয়সাল (২৫)।
এ ব্যাপারে র্যাব-১১ উপ-পরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫১(৬)২২ ধারা- ৪১৩/৪১৪ পেনাল কোড ১৮৬০। গ্রেপ্তারকৃতদের ৩০ জুন দুপুরে ওই মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে বন্দরসহ বিভিন্ন এলাকায় অটোচুরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তীতে ফয়সালের অটোরিক্সা গ্যারজে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম র্যাব-১১।