বন্দর প্রতিনিধি:
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও নালায়নগঞ্জ সিটি কর্পোরেশনের অনুষ্ঠিতব্য নিবাছনে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় দলিল লিখকসহ ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা হত্যার উদ্দেশ্যে খোকন ভেন্ডারসহ ৩ জনকে বেদম ভাবে কুপিয়ে ২ জনের কাছ থেকে নগদ ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।
সন্ত্রাসী হামলায় আহতরা হলো বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত নওশেদ আলী মিয়ার ছেলে আলহাজ¦ খোকন ভেন্ডার (৫০) ও নবীগঞ্জ রওশনবাগ এলাকার মৃত মদন বেপারী ছেলে আব্দুল রশিদ (৪৮) ও একই এলাকার মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে সোহান (৩২)।
পরে আহতদের চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। গত মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫টায় বন্দর ফায়ার সার্ভিসের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত দলিল লিখক আলহাজ¦ খোকন ভেন্ডার বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে শহরের খানপুর এলাকার মৃত শাহাজাদা মিয়ার ছেলে হামলাকারি আক্তার নুর ও বন্দর নবীগঞ্জ নূরবাগ এলাকার মৃত শওকত সরদার মিয়ার ছেলে আঙ্গুরসহ অজ্ঞাত নামা ২০/২৫ জনকে অঅসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৯(৭)২২।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, খোকন ভেন্ডারকে মারধর করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।