দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উপলক্ষে শহরে শো-ডাউন করেছেন বন্দর থানা বিএনপির ব্যানারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
শো-ডাউনের উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ, সাবেক নাসিক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দপ্তর সম্পাদক হান্নান সরকার, মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট মতিন, অ্যাডভোকেট আনিস, কাশেম, কামাল, মুসলেম উদ্দিন, মুসতাকুর রহমান মুস্তাক, নেছার, সাইদুর রহমান, মহিবুর রহমান, মফিজ, জান্নাতুল ফেরদৌস রাজীব, আল মামুন ও রাসেল মাহমুদ।
শহরের গ্রীন্ডলেজ ব্যাংকের সামনে শহর-বন্দরের নেতাকর্মীদের বিশাল মিছিলের নেতৃত্বে দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
মিছিলে শহীদ জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমান নামে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এবং আওয়ামীলীগের পতনের সেøাগান ও বিএনপি সরকার বার বার দরকার সেøাগানে মুখরিত করে তুলে।
প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, সরকার আজ দেশের মানুষের সাথে জুলুম করে যাচ্ছে। এতদিন বলেছে বিদ্যুৎ উন্নয়নে ভেসে গেছে আর এখন বিদ্যুৎ বিহীণ মানুষ দিন কাটছে। গ্রামের অঞ্চলে বিদ্যুতের কোন লক্ষণই নাই। মানুষ ব্যবসা বানিজ্য সংকটের পড়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে কোথায় গ্যাস থাকে না, বাড়ি গৃহিনী খুব কষ্টে দিন কাটছে। জ্বালানী খাতের দুনীতি শেষ নাই। শেখ হাসিনা বলেছে, তারা উন্নয়নে আমেরিকা সাথে পাল্লা দিবে। এখন পাল্লা তো দূরে কথা পালাতের রাস্তা খুজছে। বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে শেখ হাসিনা সরকার। তারেক রহমানকে দেশের মাটিতে আসতে দিচ্ছে না। এই সরকারে বিরুদ্ধে দেশের জনগণ এখন ফুসে উঠেছে।