দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল।
শনিবার (১৬ জুলাই) সকালে মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে¡ বিক্ষোভ মিছিলিটি চিটাগাং রোড থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা যুবদল নেতা ধনী হত্যার বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মমতাজ উদ্দিন মন্তু বলেন, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির মত নেতাদের প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করার মত ঘটনা এই অবৈধ সরকারের অধীনেই সম্ভব। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, সাবেক যুগ্ম সম্পাদক আরমান হোসেন, মনজুরুল আলম মুসা, শাহজালাল কালু, মো: রাসেল, মো: ইব্রাহীম, ওসমান গনী, ইব্রাহীম (২), ইব্রাহিম (৩), মো: ফারুক, রাজু, রোমান, সোহাগ, আর: কাদির, ডা. আ: হালিম, জামাল প্রধান, মো: মিজানসহ সিদ্ধিরগঞ্জ থানার ১০ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।