দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আমির খসরু বলেছেন,বর্তমানে তরুন প্রজন্মরাই মাদকের সবচেয়ে ভয়ংকর শিকার । তরুন প্রজন্মকেই এই মাদক,ইফটিজিং ও কিশোর অপরাধ থেকে দুরে থাকতে হবে। এবং এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সকলকেই এসব নির্মূলে এগিয়ে আসতে হবে। ইদানিংকালে সমাজে কিশোর অপরাধ প্রকট আকার ধারন করেছে। তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
অথচ এই কিশোররাই আপনার সন্তান,ভাই,ভাতিজা অথবা ভাগ্নে। এদেরকে অপরাধের পধ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদেরই। প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সিলিং করুন। মাদক ও কিশোর অপরাধ রোধে সামাজিক আন্দোলনের বিকল্প নাই। রাজনৈতিক ব্যাক্তি কিংবা জনপ্রতিনিধিদের এসব অপরাধ দমনে নিস্বার্থভাবে কাজ করতে হবে।
রবিবার (২৪ জুলাই)বিকেলে বন্দর থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,নারায়ণগঞ্জে ২’হাজার পুলিশ সদস্য মিলে একটি পরিবার। আর এই পরিবারের নেতৃত্ব দেন আমাদের পুলিশ সুপার স্যার। বর্তমানে আইজিপি স্যারের নির্দেশনায় পুলিশ বাহিনীর পূর্বের বৃটিশ পুলিশের মানসিকতা থেকে বেড়িয়ে সেবামুলক মানসিকতা তৈরী করে কিভাবে কাজ করা যায় আমরা সেইভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অতএব এই দেশ আমার। এই রাষ্ট্র আমার। এদেশে সুশৃঙ্খলভাবে বাচতে হলে আপনাদেরই জনসচেতনতা তৈরী করে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাসিক ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার,২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া,মদনপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান গাজী এমএ সালাম,মহানগর যুব মহিলা লীগ আহ্বায়ক নুরুন নাহার সন্থ্যা ও স্থানীয় মেম্বার বৃন্দ।