দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (৩০ জুলাই) চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ২ টায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সামসুজ্জামান দুদু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
এ সময় মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান বলেন, বর্তমান লোডশেডিং এর কারনে ছাত্র ছাত্রীরা ঠিক মত পড়াশোনা করতে পারছে না। সরকার উন্নয়নের নামে একের পর এক দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহার গড়ে তুলছে।
দিন দিন দেশ রশাতলে যাচ্ছে সেই দিকে তাদের কোন খেয়াল নেই। এই ভাবে একটি দেশ চলতে পারে না। তাই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে আহবান করবো আপনারা কঠোর আন্দোলন সংগ্রামের ঘোষনা দেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে এই অবৈধ সরকারের পতন ঘটাবো ইনশ্লøাহ।