24 C
Nārāyanganj
শনিবার, এপ্রিল ১, ২০২৩

আমার মা এখন ঢাকায় বিনিয়ে কাঁদে: শামীম ওসমান

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামীলীগের না বঙ্গবন্ধু সকলের। কি বলবেন বাধা দিব না। শামীম ওসমানের দুই গালে জুতা মারো তালে তালে দেন বাধা দিব না। কিন্তু যখন দেখি জাতির পিতাকে নিয়ে এবং তার কন্যাকে নিয়ে রাস্তায় শ্লোগান দেওয়া হয়। যে শ্লোগানটা আমি বল্লাম সেটা ভদ্র শ্লোগান।

তার চেয়েও খারাপ শ্লোগান দেওয়া হয়। নারায়ণগঞ্জে অনেক আওয়ামীলীগ নেতা আছেন। ওনারা নেতা আমি হলাম কর্মী। ডিফারেন্সটা এখানেই। আমি আমার নেতা এবং নেত্রীদের বলতে চাই রাজনীতি করতে এসেছি। চাওয়া পাওয়া হিসেব নিতে আসি নাই। জনগনকে সার্ফ করতে এসেছি। বঙ্গবন্ধু যদি আদর্শ হয় শেখ হাসিনা আমা আমার আদর্শের মা। আমার মা এখন ঢাকায় বিনিয়ে কাঁদে।

শনিবার (২০ আগষ্ট) বিকেলে ৪টায় বন্দর সুরুজ জামাল টাওয়ারে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান আরো বলেন, যখন বলে যে আমার বাবাকে গোসল করতে দেওয়া হয় নাই। বিদেশের কাপড় দিয়ে আমার বাবাকে দাফন করা হয়েছিল। যখন বলে আমি মরে গেলেও কিছু হবে না আমি জানি। তখন আমার ভিতরে সয্য করতে পারি না আমি। আমার কষ্ট হয় দুঃখ হয়। কারন আমি ওনার মতো দেশ প্রেমিক দেখি নাই আল্লাহ তুমি স্বাক্ষি।

আমি ওনার মতো আল্লাওয়ালাও দেখি নাই।আল্লাহ তুমি স্বাক্ষি। শেখ হাসিনাকে যদি কেউ গালি দেয় খাপার ভাষা বলে ইউটুবে ছাড়ে কথা বলে দেশকে ধ্বংশ জন্য ষড়যন্ত্র করে আপনারা কি ঘরে বসে থাকবেন। আমরা খেলব আপনারা যত রকম খেলা খেলবেন আমরা খেলব।

মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির মৃধা সভাপতিত্বে ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ,  মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, 

মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু, মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, জেলা যুবলীগ নেতা খান মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা, মহানগর যুবলীগ নেতা জসিম খন্দকার, ও বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন প্রমুখ।  

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x