24 C
Nārāyanganj
শনিবার, এপ্রিল ১, ২০২৩

জিয়াউর রহমান বিনা বিচারে সেনা অফিসারদের ফাঁসি দিয়েছে: তথ্যমন্ত্রী

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আজ মানবাধিকারের কথা বলা হয় অথচ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ইনডেমনিটি দেয়া হয়েছিল।

এটা বিশ্বের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ। যে নেতা জাতিকে স্বাধীন করেছে, সে নেতাকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে হত্যা করা হল।

আরজু মনি ও শেখ মনিকে হত্যার পর পরশ ও তাপস তাদের লাশ ধাক্কা দিয়ে বলছিল বাবা ওঠো, মা ওঠো। সেই হত্যাকাণ্ডের বিচার হবে না- এমন আইন করেছিল জিয়াউর রহমান। এটা মানবাধিকার লঙ্ঘন।

জিয়াউর রহমান হাজার হাজার সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছিল। বিনা বিচারে সেনা অফিসারদের ফাঁসি দিয়েছে। অনেক সময় এক রশিতে দুই জনকে ফাঁসি দিতে হয়েছে। অনেক সময় ফাঁসি দেয়ার ছয় মাস পর রায় হয়েছে। সেসময় ক্যাঙ্গারু কোর্টে বিচার হতো।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহাম্মদ চুনকা সিটি মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্ট্রের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে এনইউজের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনা ও সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, এমপি নজরুল ইসলাম বাবু, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন, বিকেএমইএর কার্যকরী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x