24 C
Nārāyanganj
শনিবার, এপ্রিল ১, ২০২৩

মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন দুইজন খালাস

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় দুইজন খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইব্রাহিম ওরফে মনা, হৃদয় ও জহিরুল ইসলাম ওরফে টিটু। খালাস পেয়েছেন হাবিব ও শাওন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১১ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল পাঁচ আসামির বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন। সেই মামলায় তিনজনকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ই অক্টোবর ফতুল্লা থানার এনায়েতনগরের মধ্য ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের বাড়ির ২য় তলায় বাদীর কন্যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x