দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ১৫ আগষ্ট স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক রবিউল হোসেন।
রোববার (১৪ আগষ্ট) এক বিবৃতিত্বে তিনি এই শ্রদ্ধা জানান।
বিবৃতিত্বে তিনি আরও বলেন, দিশেহারা বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘজীবনের সংগ্রাম, নেতৃত্ব¡ ও আত্মত্যাগের পরই আমরা পেয়েছি নিজ আবাসভূমি বাংলাদেশ। তার নেতৃত্বেই বাঙ্গালী জাতি অনুপ্রানিত ও ঐক্যবদ্ধ হয়ে রক্তচোষা শাসক গোষ্ঠী পাকিস্থানীদের আধিপত্যবাদ থেকে এদেশকে মুক্ত করে। পৃথিবীর মানচিত্রে সম্মানের সাথে মাথা উচু করে নিজের অবস্থান জানান দিয়েছে “আমি বাংলাদেশ”। তাই আমি বলিষ্ট কণ্ঠে বলতে পারি বাংলাদেশের আরেক নাম শেখ মুজিবুর রহমান।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে স্বপরিবারে বঙ্গবন্ধু শহীদ হন। আমি বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ঐদিন শহীদ হওয়ার সকল সদস্যদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী। সেই সাথে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থণা করি তাদের সকলকে যেন জান্নাত নসিব করেন।