দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় সমাবেশে পুলিশি হামলা ও গুলিবর্ষনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়া ও বিএনপি এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী গুলিবদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর খানপুর হাসপাতালের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের পরিচালনায় এই বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাহেদ আহম্মেদ।
এর আগে বেলা ১১ টায় মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা খানুপুর হাসপাতালের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে। পরে মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়কে প্রবেশের সময় পুলিশ তাদের বাধা প্রদান করে। এসময় পুলিশের সাথে যুবদলের নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে হাসপাতালের রোডের দিকে ফিরে যায়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মমতাজ উদ্দিন মন্তু বলেন, রাতে ভোটচোর অবৈধ সরকার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। আজকে দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতি থেকে বাচতে হলে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আগামীতে যে কোন কর্মসূচির ঘোষনা দিবে আমরা মহানগর যুবদল ঐক্যবদ্ধ হয়ে, রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম সফর করবো।
সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, আমাদের ভাই আব্দুর রহিমের রক্তের বিনিময় খুনি হাসিনার পতন ঘটাবো। শেখ হাসিনার পরিবারের সদস্য মিলে দেশকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তার মেয়ের জামাই অর্থ পাচারের অবরাতে দুবাইয়ের কারাগারে আছে। এই দুর্নীতিবাজ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। সেই সাথে নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম সাগর, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, মহানগর যুবদল নেতা আরমান, শেখ জামাল, আলী ইমরান শামীম, সাইদুজ্জামান শহীদ, মঞ্জুরুল আলম মুছা, নবু হোসেন, মানিক বেপারী, রিক্সশন, তরিকুল ইসলাম,
নুরুজ্জামান, জামাল প্রধান, শাহ জালাল কালু, মিজান, সোহাগ, ইব্রাহীম, ইব্রাহীম ২, আরাফাত, সেলিম, শাহীন আহম্মেদ, নাছির উল্লাহ টিটু, সোহেল, রশি, মিনহাজ মিঠু, তানভীর, মিজান, সাগর, খোকন, সুজন, কাউছার, শাকিল, শাহীন শরীফ, অন্তু, মাসুদ, আরিফ খান, আরাফাত রহমান, নাছির উদ্দিন, রেজাউল, রনি, আব্দুল হামিদ পলাশ, আরিফ, আব্দুল কাদির সহ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।