বন্দর প্রতিনিধি:
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে দুইটি তুলা ও একটি সুতার গোডাউনে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া না গেলেও ৩টি গোডাউন পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ গনমাধ্যমকে এ কথা জানিয়েছে।
মঙ্গলবার (২ আগষ্ট) ভোর ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলাস্থ মেসার্স জান্নাত এন্ট্রার প্রাইজ তুলা ও সুতার গোডাউন ও মেসার্স আর এ এন্টার প্রাইজ নামক তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় সোয়া ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুল্লাহ গনমাধ্যমকে জানান, অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটছে তা তাৎক্ষনিক জানা যায়নি। অগ্নিকান্ডের কারন ও ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।