দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবদল নেতাকর্মী নিয়ে যোগদান করে সিদ্ধিরগঞ্জ থানা নেতা শহীদুল ইসলাম ও আরমান।
সোমবার ( ২২ আগষ্ট ) বিকেল ৩টায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানের স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, যুবদল নেতা শাহজালাল কালু, ওসমান গনি, শেখ জামাল, সোহাগ, রিয়াজুল ইসলাম, ফারুক, রনি, ইব্রাহিম (১), ইব্রাহিম (২) ইব্রাহিম (৪) সিফাতুর রহমান রাজু, আরাফাত, কাদির, আসিফ, সোহেল, হালিম, জাহিদ, রবিউল ইসলাম বাবু, সৈকত আলী মেহেউদ্দিন, মোরশেদ, রিয়াদ, জামাল প্রধানসহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।