দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত হলেও অপরিকল্পিত ভাবে সংস্কার করায় সামান্য বৃষ্টিপাতে পানি ও কাদায় পরিপূর্ন থাকায় জনসাধারনকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী কে জানানো হলেও কোন সমাধান হয়নি বলে জানান এলাকাবাসী।
একটি সুত্র হতে জানা যায়, এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত গাড়ি, হাজার হাজার মানুষ কানাইনগর, রাধানগর, প্রসন্ননগর, ছমিরনগর, চরবয়রাগাদী সহ এলাকার সবচেয়ে বড় বিদ্যাপিঠ কানাইনগর ছোবহানিা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, ইউনিয়ন পরিষদ, ভুমি অফিস, হাসপাতাল, রুপালী ব্যাংকে এই রাস্তায়ই যাতায়াত করে এলাকার মানুষ। পাশের প্রায় ৪৫ শতাংশের সরকারি পুকুরটি স্থানীয় জামায়াত নেতা নুরুল হক ভরাট করার ফলে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। যার দরুন সব সময় পানিতে পরিপূর্ণ থাকে রাস্তাটি।
স্থানীয় বাসিন্দারা জানান, কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও জামায়াত নেতা নুরুল হক জমি ভরাট করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য তিনি ব্যবস্থা না রাখায় রাস্তাটিতে পানি থাকে সবসময়।
এজন্য তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলীর হস্তক্ষেপ কামনা করেন।