দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ২১ আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় রচিত হয়েছে উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট্য ক্রীড়াবিদ রবিউল হোসেন বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের বিভীষিকার ২৯ বছর পর ২০০৪ সালের ২১ আগস্ট ছিলো নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন।
মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী। সেই কথা মনে পড়লেই শরীর-মনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের সামনে ভেসে উঠে এই নগ্ন হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পরা রক্তাক্তদেহ গুলো। বাঁচার জন্য চারিদিকে আর্তচিৎকার। সেই দৃশ্য মনে হলে এখনও বুকে কম্পন শুরু হয়।
ইতিহাসের এই কালো অধ্যায়ের দিনে আমরা হারিয়েছি ২৪টি তাজা প্রাণ, আর আহত হয়েছে কয়েকশ নেতাকর্মী। ওই হামলায় আশেপাশের এলাকাই শুধু কেঁপে ওঠেনি বরং এটি নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। সেইদিন ২৪টি তাজা প্রাণ ঝরে গেলেও মৃত্যুখাদ থেকে ফিরে এসেছে গণতন্ত্রের মানব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই দিন নিজেকে ধরে রাখতে পারিনি আমার নেতা শামীম ওসমানের নির্দেশে প্রতিবাদী কন্ঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে নেমে ছিলাম এই নগ্ন হামলার বিচারের দাবিতে।
আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছে আল্লাহ তাদের জান্নাত নসিব করুন।