দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জ¦ালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্বগতি এবং পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগদান করে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বাশির।
সোমবার (২২ আগষ্ট) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বাশির।
এসময়ে তার বক্তব্যে আকাশ আহম্মেদ বাশির বলেন, আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি, দেখেছি সাধারণ মানুষের ভোট চুরি করে কিভাবে স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকে। আমি ভাষা আন্দোলন দেখিনি দেখেছি কিভাবে দেশের মানুষের বাকস্বাধীনতা হরন করে অবৈধ সরকার।
একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে, আজ আমরা পরাধীনতার ধু¤্রজালে বন্দি। এই ভাবে একটি দেশ চলতে পারে না। সময় এসেছে ঘুরে দাড়াবার। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারের পতন আন্দোলনে রাজপথে নামি।