24 C
Nārāyanganj
শনিবার, এপ্রিল ১, ২০২৩

বন্দরে হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা ককটেল বিস্ফোরণ সাংবাদিক সহ আহত-১৫

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে জুয়েল হত্যা মামলার আসামিদের বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বাদী পক্ষের লোকজন। এ ঘটনায় তিন সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে মদনপুর আন্দিরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, সেলিম(৪৫), আলীম(৪২), শাহিদা(৪৮), শরিফা(৪০), রিফাত(১৫), জাব্বার(৩২),আনিস(২৬), নুর আলম(৩৯)  ও এশিয়ান টিভির ক্যামেরাপার্সন আয়ান, বাংলা টিভির ক্যামেরাপার্সন নাজমুল,সাংবাদিক আরিফ।

এ ঘটনার খবর পেয়ে নারায়নগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন ও বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি দীপক সাহা ঘটনাস্থলে পরিদর্শণ করেছেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়নে পরিস্থিতি নিয়ন্ত্রন হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে মদনপুর ইউপির আন্দিরপাড় গ্রামে আনোয়ার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী জুয়েলকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায়  আলীমসহ ৯ জনের বিরুদ্ধে বন্দর থানার একটি মামলা দায়ের করে নিহতের ভাই মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার। এ মামলার আসামিরা একই গ্রামের বাসিন্দা।  আসামিরা দীর্ঘদিন কারাগারে থাকার পর তারা জামিনে মুক্ত হয়ে  নিজ বাড়িতে অবস্থান করে।

আসামিরা জামিনে মুক্ত হয়েছে এমন সংবাদ পেয়ে সোমবার দুপুরে বাদী পক্ষের  রাসেল, পার্শ্ববর্তী চানপুর এলাকার  মাঈনউদ্দিন, অপু, দিপুসহ প্রায় ৪০/৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সুসজ্জিত হয়ে জামিনে মুক্ত আসামি আলীম,সেলিম সহ তিনটি বাড়িতে হামলা চালায়। এ সময় আসামি পক্ষের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে টেটা ছুড়ে। ঘন্টা ব্যাপী তুমুল সংঘর্ষের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গেলে ভিডিও ধারণা করতে তিন সাংবাদিক আহত হয়েছেন।

এ ব্যাপারে নারায়নগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x