24 C
Nārāyanganj
শনিবার, এপ্রিল ১, ২০২৩

বৃষ্টি উপেক্ষা করে শাওন হত্যার প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিক্ষোভ

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বন্দর থানা যুবদল।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নগরীর ২৪নং ওয়ার্ডস্থ কদমরসূল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।

মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও বন্দর থানা যুবদল নেতা নাজমুল হক রানার নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলো, বন্দর থানা যুবদল নেতা মনোয়ার হোসেন মনেক্কা, জাকির উল্লাহ টিটু, মাসুদ রানা, সোহেল, বরকত উল্লাহ, ওয়ারীস মিয়া, রাসেল বেপারী,

শফিকুল ইসলাম জয়, জয়নাল, রসু, তানভীর আহম্মেদ, বাপ্পী, সবদীপ, রাসেল, মোসুল উদ্দিন, সীমান্ত, বাবু, সমির, মহসিন, আমির হোসেন, সফিক, মোশারফ হোসেন, মনির, সাইদসহ বন্দর থানার বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় নাজমুল হক রানার নেতৃত্বে বন্দর থানা যুবদলের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল নিয়ে নাসিক ২৪নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ফেরি ঘাটে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হক রানা বলেন, বিএনপির র‌্যালীতে পিছন থেকে পুলিশের লাঠিচার্জ ও গুলি করে যুবদল নেতা শাওনকে হত্যা করে, হাসিনা সরকার রক্তের উপর এখনও ক্ষমতা ধরে রেখেছে। রাতের আধারের ভোট চোর সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরন, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রন করে।

দেশকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছে। প্রতিনিয়তই যেভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হচ্ছে, তাতে করে আগামী কয়েক মাসের মধ্যে দেশের মানুষ না খেয়ে মরার অবস্থা সৃষ্টি হচ্ছে। তাই বিনা ভোটে রাতের সরকারকে ক্ষমতাচ্যুত করতে হলে রাজপথে আন্দোলনের কোন বিকল্প নাই।

সেই সাথে এই প্রতিবাদ সমাবেশ থেকে বলে দিতে চাই যারা আমার ভাই শাওনকে গুলি করে হত্যা করেছে। তাদের বিচার এই দেশের মাটিতেই হবে। তাই দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x