24 C
Nārāyanganj
শনিবার, এপ্রিল ১, ২০২৩

সোনারগাঁয়ে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করলেন এমপি খোকা

সোনারগাঁ প্রতিনিধিঃ

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় নব নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঢাকা স্বাস্থ্য বিভাগ বিভাগীয় পরিচালক ডাঃ ফরিদ হোসেন মিয়া, উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি)লাইন ডাইরেক্টর ডাঃ রিজওয়ানুর রহমান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান,

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া,উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহি,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা আ’লীগের নবনির্বাচিত সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ প্রমুখ। 

এ সময় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে নিয়োজিত স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা জানান, ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ। 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x