দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জেআড়াইহাজার থানা এলাকায় র্যাব-১১র অভিযানে দেশীয় অস্ত্র, ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার।
মঙ্গলবার রাতে উপজেলার সরাবদী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১১’র সদর দপ্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হল আবুল কাশেম,বাবু,ওমর ফারুক,লিটন,সবুজ,দেলোয়ার হোসেন,রুমন ভূইয়া, আশরাফুল ও জুয়েল রানা। এসময় তাদের কাছ থেকে ৭টি ককটেল,৩টি ছোড়া,১টি কাটার,২টি ক্রোবার, ৫টি টেটা,১৩টি টর্চ লাইট,১টি রূপার চেইন, ২৪ হাজার ৯০০ টাকা ও ৯ টি মোবাইল।
জানা যায়,গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে ১২জনের একটি সশস্ত্র ডাকাত দল হাইজাদী ইউনিয়নের সরাবদী ও উদয়দী গ্রামের ৮টি বাড়িতে ডাকাতির করে স্বর্ণালংকার,নগদ টাকাসহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তারা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছে। গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।