বন্দর প্রতিনিধি:
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে আন্দিপাড় এলাকার চাঞ্চল্যকর জুয়েল হত্যাকান্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় এক পক্ষ মামলা দায়ের করেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে জুয়েল হত্যা মামলার সদ্য জামিন প্রাপ্ত আসামী আলিম প্রধান বাদী হয়ে রাসেল, দিপু,অপু, মুন্না ও মাইনুদ্দিনসহ ১৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ১১(৯)২২। সংঘর্ষের ঘটনায় চলাকালিন সময়ে বন্দর থানা পুলিশ আন্দিরপাড়স্থ হেদায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর এলাকার আলফাজ ভূইয়ার ছেলে নাঈম (১৮) একই উপজেলার কাইনালি ভিটা এলাকার আবুল বাশারের ছেলে আমির হোসেন (৩৩) ও নাটর জেলার সদর থানার চকবেদনা এলাকার মোস্তফা আলী ছেলে বিজয় (২০)।
গ্রেপ্তারকৃত ৩ আসামীকে মঙ্গলবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। তথ্য সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দরে মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আন্দিপাড় এলাকার চাঞ্চল্যকর জুয়েল হত্যাকান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়।
ওই সময় হামলাকারিরা আন্দিরপাড় এলাকায় সাউন্ড বোমা বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতংক বিরাজ করে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, মদনপুর আন্দিপাড় দুই পক্ষের সংগর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।