বন্দর প্রতিনিধি:
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৬টি বসত বাড়ি ১৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সে সাথে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে ১০ জন বাড়িওয়ালাকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বন্দর বন্দর উপজেলার সহকারি (ভূমি) কমিশনার সুরাইয়া ইয়াসমিন এর নেতৃত্বে বন্দর থানার রুপালী ও আমিন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন গনমাধ্যমকে জানান, বন্দর আমিন ও রুপালী আবাসিক এলাকার কতিপয় বাড়িওয়ালারা সরকারি নিয়ম নিতী উপেক্ষা করে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে র্দীঘ দিন ধরে রাষ্ট্রিয় সম্পদ নষ্ট করে চলছে।
আমরা বন্দর রুপালী ও আমিন আবাসিক এলাকার ১৬টি বাড়ি দেড় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করেছি। রাষ্টিয় সম্পদ রক্ষার্থে বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে। অভিযান কালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানীর বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।