বন্দর প্রতিনিধি
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের রুপালি আবাসিক এলাকায় অবৈধ ভাবে মেলা বসানো হয়েছে। দোকানিদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ২৮ শে সেপ্টেম্বর বুধবার থেকে এ অবৈধ মেলা বসানো হয় বলে জানতে পারা যায়।
শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে রুপালি আবাসিক এলাকায় একটি খালি জায়গায় প্রায় ২০ থেকে ২৫ টি দোকান ঘর ও নৌকা, চরকগাছ, লটারিসহ বিভিন্ন কিছু দিয়ে মেলা বসানো হয়েছে। তবে পুলিশের দাবি, এই মেলার কোন অনুমোদন নেই। মেলার মিষ্টি দোকানী বলেন, দুই দিন ধরে মেলা শুরু হয়েছে। এই মেলা চলবে এক সপ্তাহ পর্যন্ত। খেলনা দোকানি জানান, প্রতিদিন দোকান ভাড়া ও বাতি বাবদ ৩০০ টাকা করে দিচ্ছি মেলার আয়োজকদের। এলাকাবাসির অভিযোগ, অবৈধ ভাবে এলাকার ভেতরে মেলা বসানো হয়েছে।
মেলায় আগতদের কোন নিরাপত্তা নেই। মেলা বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার বলে তারা দাবি করেন।
এ বিষয়ে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আমি এই মেলার বিষয়ে কিছু জানিনা। রুপালি বন্দর পুলিশ ফাঁড়ির কাছে আমি ফাঁড়ির ইনচার্র্জকে মেলার যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলবো।