23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোমেন মোল্লা (৩১) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের ঝাউগড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মোমেন মোল্লা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি সালমদী বাজারে কাচাঁমালের ব্যবসা করতেন।

এ ঘটনায় আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) মনজুরুল মোর্শেদ জানান, প্রতিদিনের ন্যায় মোমেন শুক্রবার ভোরে অটোরিকশা দিয়ে কাঁচামাল আনার জন্য ভুলতা যাচ্ছিলেন। এ সময় তিনি ঝাউগড়া পৌঁছলে ৩-৪ জনের ছিনতাইকারীর একটি দল তার গতিরোধ করে টাকা পয়সা দিতে বলে। মোমেন টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

এতে তার বুকের বাম পাশে আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মোমেন তিন সন্তানের জনক।  এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আসামি গ্রেপ্তারের তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি। 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x