23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

বন্দরে টাকায় রফাদফা পাথর চুরির ঘটনা

বন্দর প্রতিনিধি:

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মানাধীন ৫১ নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাথর চুরি ঘটনায় লক্ষা ধিক টাকার বিনিময়ে রফাদফা করার অভিযোগ সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বিরুদ্ধে। 

২৩ (অক্টোবর) রোববার বন্দর থানার সোনাকান্দা কড়ইতলা এলাকা থেকে পাথর চুরি ঘটনা ঘটে। পাথর চুরি ঘটনায় শাহানাজ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মামুন বাদী হয়ে বন্দর থানায় অভিযোগ দায়েরের করেন।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে শাহানাজ ট্রেডার্স নামে ঠিকাদার প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে সোনাকান্দা কড়ইতলা এলাকায় নাসিক কর্তৃক নির্মিত ৫১ নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজ করে আসছে।

রোববার বন্দর রুপালী আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক আব্দুর রব স্কুল নির্মানের পাথর চুরি করে একই এলাকার জনৈক কিশোর কুমারের কাছে বিক্রি করেন। বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক নাহিদ মাসুম অভিযোগ পেয়ে বন্দরে বিভিন্ন স্থানে চোরাইকৃত পাথর উদ্ধারের অভিযানের পর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোর কুমারের বাড়ি থেকে চোরাইকৃত পাথর উদ্ধার করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর রব কৌশলে পালিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের কাছে যান এবং হান্নান সরকার শাহানাজ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হিমেল খান হিমুকে মোবাইল ফোনে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে  লক্ষা দিক টাকায় তা রফাদফা করেন। এলাকাবাসী আরো জানান চোর আব্দুর রব এর আগেও একাধিক বার চুরির ঘটনা ঘটিয়েছে এবং হান্নান সরকার তার সমাধান করেছে। এছারাও হান্নান সরকারের ছত্রছায়ায় থেকে এলাকায় প্রকাশে মাদক ব্যবসা করে আসছে একটি চক্র।

এলাকাবাসীর প্রশ্ন চুরি ছিনতাই ও মাদক ব্যবসায়ীর পক্ষ নেয় হান্নান সরকার কোন ফয়দায়?। এব্যপারে বাড়ির মালিক কিশোর কুমার বলেন, আমার বাড়ির কাজের জন্য পাথর বিক্রেতা রবকে ১শত ফিট পাথর দিতে বলি সে আমাকে পাথর দেয় কিন্তু যখন আমি জানতে পারি পাথর চুরির তখন আমি রব কে বলি আমি চুরি করা মাল নিতে পারবোনা আপনি নিয়ে যান।  এব্যপারে শাহানাজ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হিমেল খান হিম বলেন, আমি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজ করেতেছি আমার নির্মানাধীন পাথর রোববার চুরি হয় এবং আমার লোক দিয়ে আমি বন্দর থানায় অভিযোগ করি।

পুলিশ চোরাইকৃত পাথরের সন্ধান পায় এবং রুপালী আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক আব্দুর রব পাথর চুরি করেছে জানতে পারে, আমাকে থানায় ডাকা হলে আমি থানায় যাই এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার আমাকে ফোন করে বলে মামলা না করে তার বাসায় যেতে। আমি চুরকে ধরার জন্য তার কাছ যাই তিনি আমাকে ১ লক্ষ টাকায় দিয়ে বলে এবারের মত চোর রবকে মাফ করে দিতে আমি তার সম্মানের কথা চিন্তা করে টাকা নিয়ে চলে আসি।

আমার প্রশ্ন পেশাদার চোরের পক্ষ নিয়ে হান্নান সরকারের কি লাভ?। এব্যপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার বলেন, আমি আমার বাসার সামনে রং এর দোকানে বসে ছিলাম তখন রব ও হিমেল আসে তারা তারা কথা বলে সমাধান করে নেয়। এ ব্যাপারে বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক নাহিদ মাছুম জানান, অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পাথরের সন্ধান পাই ও চুরকে সনাক্ত করতে পেরেছি বাদিকে তা জানিয়েছি বাদি এসে মামলা দিলে আইনগত ব্যবস্থা নিবো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x