23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

বন্দরে বিদুৎত পৃষ্টে ক্রেন চালকসহ নিহত-২

বন্দর প্রতিনিধি:

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ক্রেনের মেরামত কাজ করার সময় বিদুৎত পৃষ্টে ক্রেন চালকসহ ২ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলো ক্রেন চালক রাসেল (২৮) ও সহকারি মোঃ ফাহিম (২১)।

রোববার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর উপজেলার কেওঢালাস্থ হক ব্রাদার্স নামক এক প্রতিষ্ঠনে এ র্দূঘটনাটি ঘটে। নিহদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কিল্লা বাজার এলাকায়। নিহতদের সহকর্মী সুমন জানায়, ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের  কেওঢালা এলাকায় গড়ে উঠে ক্রেন মেরামতকারি প্রতিষ্ঠান  হক ব্রাদার্সের অঙ্গ প্রতিষ্ঠান। 

প্রতিদিনের ন্যায় রোববার সকালে ক্রেন মেরামত কাজ চলছিল। ওই সময় অসাবধানোতা বসত  ক্রেন উপর দিকে উঠালে হঠাৎ বিদুৎতের সাথে জড়িয়ে পরলে ঘটনাস্থলেই উল্লেখিত ক্রেন চালক রাসেল ও সহকারি ফাহিম বিদুৎত পৃষ্টে মারাত্মক ভাবে আহত হয়।

পরে তাদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপরেশন) মোঃ তছলিম উদ্দিন জানান, বিদুৎত পৃষ্টে ক্রেন চালকসহ ২ জন নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পুলিশ (পরিদর্শক) মোঃ বাচ্চু জানান, মরাদেহ ময়না তদন্ত করার জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x