23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

সন্তানকে খেলাধুলার সুযোগ দিন তাহলে বাংলাদেশ পাবে সুন্দর ও সুস্থ ভবিষ্যত্ব প্রজন্ম: রবিউল হোসেন

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বৃহত্তর গলাচিপা যুব সমাজের উদ্যোগে মাসব্যাপী ফুটবল টুনামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) রাত ১০ টায় গলাচিপা রুপারবাড়ী সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়ে টুনামেন্টের সমাপ্তি ঘোষনা করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শমসের আলীর সভাপতিতে মাসব্যাপী ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ সাবেক জাতীয় ফুটবলার ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য শিখন সরকার শিপন, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আব্দুর রশিদ, সমাজ সেবক আব্দুল্লা, আব্দুল হাই, সাব্বির হোসেন, এ্যাড. রমিজ উদ্দিন, শহীদুল ইসলাম।

এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে রবিউল হোসেন বলেন, লেখা পড়ার পাশাপাশি আপনার সন্তানকে খেলাধুলা করার সুযোগ করে দিন। এতে করে আপনার সন্তান শুধু সুস্থ্ থাকবে তা নয়, মাদকের ভয়াল থাবা থেকেও রক্ষা পাবে। আর বাংলাদেশ পাবে সুন্দর ও সুস্থ ভবিষ্যত্ব প্রজন্ম। তাই ভবিষ্যত্বে একটি সুস্থ জাতি পেতে চাইলে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

এসময়ে আরও উপস্থিত ছিলো, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আলমগীর আজিজ ইমন, মো: বাবুল, আলামিন, রবি বক্কা, মিঠু আহম্মেদ, কুট্রি সুমন, রতন, ইছাক, বাপ্পী, দেলোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x