23 C
Nārāyanganj
বুধবার, মার্চ ২২, ২০২৩

সোনারগাঁয়ে নবাগত ওসিকে বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে অফিসার ক্লাবে এই বিদায়ী অফিসার ইনচার্জ হাফিজুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সেই সাথে নবাগত অফিসার ইনচার্জ মাহাবুব আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীববের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইব্রাহীম।

এছারাও আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,

মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল, এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x