25 C
Nārāyanganj
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

১২০ দিনে কোরআনে হাফেজ নাহিদুল ইসলাম

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মাত্র ১২০ দিনে ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্ত করে হাফেজ হয়েছে মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ নাহিদুল ইসলাম (১৫)।

নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলার ফতুল্লা এলাকার সবজি বিক্রেতা মুহাম্মদ মিনহাজুল ইসলামের ছোট ছেলে। সে ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকার মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসারঅধ্যক্ষ মুফতি ইয়াসিন আকরাম চৌধুরী বলেন, আমি অনেক ছাত্র পেয়েছি। নাহিদুলের মতো পাইনি। তার জীবনটা অন্য সবার চাইতে ব্যতিক্রম। সে মূলত স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র ছিল। মাদরাসার প্রতি নাহিদুল এবং তার পিতা-মাতার আগ্রহ ছিল।

পরে তার দেশের বাড়ি দিনাজপুর থেকে নারায়ণগঞ্জ আসার পর নাহিদুল তার পরিবারকে মাদ্রাসায় ভর্তি হওয়ার আকাঙ্খা জানান। প্রথমে তার পরিবার রাজি না হলেও পরে নাহিদুলের ইচ্ছাশক্তি দেখে রাজি হন পরিবার। সত্যিকারে তার মেধায় যাদুকরী শক্তি আছে। পড়া দেয়ার সাথে সাথে মুখস্ত করে ফেলে। সে একজন চমৎকার সুশৃঙ্খল ও অমায়িক ছাত্র।

তিনি আরও বলেন, ক্লাসের হাজিরা খাতা অনুসারে মাত্র ৪ মাসে (১২০ দিন) ৩০ পারা পবিত্র কোরআন শরীফ খতম করেছে মুহাম্মদ নাহিদুল ইসলাম। এখন থেকে যুক্ত হলো ‘হাফেজ’ শব্দ। এত দ্রুত সময়ের মধ্যে হাফেজ হওয়া এই অঞ্চলের জন্য নজিরবিহীন। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।

হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলাম তার প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে হক্কানে আলেম হবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রতিবেশিরা। এ সময় হাফেজ হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলামকে একনজর দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

0
Would love your thoughts, please comment.x
()
x