বন্দর প্রতিনিধি:
দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ বন্দরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার (৩১ অক্টোবর) সকালে বন্দর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর বীর মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত নাট্যকার আবদুল হাই দুর্বার, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশাবউদ্দিন, বন্দর সিটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল জব্বার, বন্দর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ।
এসময় তারা বলেন,,বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার রাজাকার কুদ্দুস মিয়ার ছোট ভাই মুক্তিযোদ্ধা নামধারী লেখক নাসিরউদ্দিন আহমেদ রচিত “স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ ও সোনাকান্দা” গ্রন্থে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভ ও ঘৃনার সৃষ্টি হয়েছে। সমাবেশে ইতিহাস বিকৃতি জন্য বইটি নিষিদ্ধ ঘোষণাসহ লেখকের কঠোর শাস্তি দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা।