দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম:নারায়ণগঞ্জ বন্দরে শারীরিক ও বাক প্রতিবন্ধী কারো কাছে হাত না পেতে নিজে পরিশ্রম করে বন্দরের বিভিন্ন এলাকায় গুরে গুরে মুরগি বিক্রি করে জীবিকা নির্র্ভর করছে। বুধবার ১২ অক্টোবর সকাল ১০টায় বন্দর বাবুপাড়া এলাকায় মুরগি বিক্রি করতে দেখা যায় শারীরিক ও বাক পতিবন্ধী নাজমুল ইসলামকে।
এসময় তার সাথে কথা বলতে চাইলে তিনি লিখে জানান, আমার নাম মোঃ নাজমুল ইসলাম, পিতা মুকুল, মাতা নাজনিন, বাসা কল্যান্দী বন্দর নারায়ণগঞ্জ। তাকে প্রশ্ন করা হয় তুমি ভিক্ষা না করে এত কষ্ঠ করে মুরগি বিক্রি কর কেন? তিনি উত্তরে লেখেন, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সাঃ) এর বাণী ভিক্ষার চেয়ে শ্রম ভালো আমি সেই নবীর উম্মত হয়ে ভিক্ষা কি করে করি। আমার জীবন থাকতে কারো কাছে হাত পাততে চাই না,
আমি পরিশ্রম করে বাচতে চাই। তাকে প্রশ্ন করা হয় তুমার হাটতে কষ্ট হয় সাথে মুরগি বহন কর এবং মুরগির দাম বল কি করে তুমিতো কথা বলতে পার না, উত্তরে লেখেন, কাজ করতে সবারি কষ্ট হয় আমার নাহয় একটু বেশি হয় কি করার আমার তকবিরে এটাই লেখা আছে, তবে আল্লাহ আমাকে এ কষ্ঠ সহ করার তৌফিক দান করেছে। আমি মুরগি কম করে আনি শেষ হলে আবার আনি, মুরগির দাম আমি মোবাইলে লিখে দেখাই। তার কাছে পতিবন্ধী ভাতার কথা জানতে চাইলে তিনি পায় না বলে জানান।