দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ডাকা যুবসমাবেশ সফল করার জন্য সকলকে আহবান জানিয়েছেন সদর থানা যুবদল।
বুধবার (২৬ অক্টোবর)এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের পক্ষ থেকে এ আহবান জানায় সংগঠনের নেতৃবৃন্দরা।
এক বিবৃতিতে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন ও মানিক বেপারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের মাধ্যমে নতুন নেতৃত্ব বিকাশে অগ্রনী ভূমিকা পালন করেছে সংগঠনটি।
সেই সাথে দেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে রাজপথে বিশেষ ভূমিকায় রয়েছে বুকের তাঁজা রক্ত দেয়া বিএনপির সহযোগী সংগঠন যুবদল। সেই সাথে আগামী দিনে রাতের আধারের ভোটচোর সরকারকে দমাতে প্রতিজ্ঞাবদ্ধ এই সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সকল নেতা ও কর্মীদের আহবান করবো। প্রতিষ্ঠা বার্ষিকীর যুবসমাবেশ সফল করার জন্য চলুন আমরা ঢাকার পথে হাটি। কারন জিয়ার সৈনিকদের কোন বাধাই বেধে রাখতে পারে না। যার প্রমান সারা বিশ্ব দেখেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের দাবি হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশের গণতন্ত্র উদ্ধার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের মিথ্যা মামলা থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা।
তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে যুবদলের নেতাকর্মী হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
চলমান আন্দোলন সংগ্রামে যুবদল সরকারের হামলা মামলা ও নির্যাতনকে উপেক্ষা করে জনগণের অধিকার ও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকায় বিগতদিনের মতো অবদান রাখবে মহানগর যুবদল। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আগামীর যুবদলের লক্ষ্যে এটাই হবে,সেই আশাবাদ করছি । বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ সদর থানার পক্ষ থেকে সকলস্তরের নির্যাতিত নেতাকর্মীদের প্রতি আমাদের সংগ্ৰামী সালাম রইল ও অভিনন্দন।