দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ‘মানবাধিকারের সংগ্রাম চলছে চলবেই’ এ স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ ২০১৮ সালের সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) চাষাড়া শহীদ মিনারে ৭ দফা দাবীতে এ কর্মসূচী পালন করা হয়।
গণঅনশনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সবাইকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
৭ দফা দাবীগুলো হলো- সংখ্যালঘু আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
এসময় এড. খোকন সাহা বলেন, ২০১৮ সালের নির্বাচনের পূর্বে আমাদের নেত্রী যে ইশতেহার দিয়েছিলেন সেটা অবশ্যই সেটা পূরণ হবে। হয়তো কিছু কাজ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। এ শহরে যে কটি অসাম্প্রদায়িক পরিবার রয়েছে তার মধ্যে ওসমান পরিবার অন্যতম। অথচ সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে এ পরিবারের রয়েছে অসামান্য অবদান। দেবোত্তর, ওয়াকফ বা এস্টেটের সম্পত্তি যদি কেউ অবৈধভাবে ভোগ করতে চায় তাহলে কোন ছাড় হবেনা জিউস পুকুরের মামলায় আমাদের পক্ষেই রায় হবে। আপনাদের দাবীর প্রতি আমরা একাত্মতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি যা বলেন সেটাই করেন। আপনারা অনশন ভঙ্গ করুন, নেত্রী যেহেতু কথা দিয়েছেন সেহেতু আপনাদের দাবী পূরণ হবেই।
এসময় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংবাদিক রঞ্জিত কুমার দাস, সাংবাদিক দিলীপ মন্ডল,
সাংবাদিক উত্তম কুমার, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, পূজা উদযাপন পরিষদ মহানগরের সদস্য কৃষ্ণ আচার্য্য, তাতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাস, তুলসী ঘোষ, মিঠুন দত্ত, সুমন সাহা, গৌতম দাস, লোকনাথ দত্ত, হারাধন দাস, সুজন দাস, ভজন দাস প্রমুখ।