দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বাড়িতে ফিরেনি মনির হোসেন (৩০) এক ব্যক্তি। নিখোঁজ মনির হোসেন নিলকান্দা বাংলা বাজার এলাকার মোঃ নুরুল হকের ছেলে। গতকাল বুধবার এ ঘটনা বলে জানান পরিবারের লোকজন। এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মনিরের পরিবার।
নিখোঁজ মনির হোসেনের চাচাতো ভাই জানান,বুধবার বিকেল ৩টায় মনির হোসেন ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তার ভাবী স্ত্রী সুমি বেগমের ভাড়া করা লোকজন তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায়। তার ভাবী সুমি বেগম পরকিয়ায় আসক্ত হয়ে পড়ায় তা জেনে যান মনির হোসেন।
মনিরের পরিবারের দাবী ভাবি সুমির পরকিয়া প্রেমিক মুকতার হোসেন তার সহযোগী কাউসার ও হানিফ গংদের সহযোগিতায় মনির হোসেনকে অন্যত্র নিয়ে গুম করে রেখেছেন।